Food Depertment Recritment 2025 : পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল এই নিয়োগ প্রক্রিয়াটি চুক্তিভিত্তিকভাবে অপারেটর পদের জন্য নিয়োগ করা হচ্ছে। জেলাভিত্তিকভাবে ডেটা এন্ট্রি অপারেটর পদে পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোন জেলা থেকে যোগ্য ও আগ্রহী প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন শুরু হয়ে গেছে আপনাদের আবেদন জানাতে হবে অনলাইনে Food Depertment Recritment 2025 কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্ট লাগবে বেতন কত টাকা কত থাকবে শূন্য পদ কত থাকবে বিস্তারিত আমাদের এই আজকের প্রতিবেদন থেকে দেখে নিন।
কোন পদে নিয়োগ করা হচ্ছে ?
পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ বিপদ থেকে Food Depertment Recritment 2025 নোটিশ প্রকাশিত হয়ে গেছে সেখানে উল্লেখ রয়েছে, নিয়োগ করা হচ্ছে – ডাটা এন্ট্রি অপারেটর পদে।
কতগুলি শূন্যপদে নিয়োগ হচ্ছে>>
ডেটা এন্ট্রি অপারেটর (Deta Entry Operator ) পদে মোট ২৬ টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে যা জেলা ভিত্তিকভাবে বিন্যাস করা রয়েছে মূল নোটিসটিতে।

ডেটা এন্ট্রী অপরেটর পদে মাসিক বেতন
ডেটা এন্ট্রি পদে জন্য মাসিক বেতন ধার্য করা রয়েছে ১৬ হাজার টাকা ।
শিক্ষাগত যজ্ঞতা
Food Depertment Recritment 2025 ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করার জন্য আবেদনকারীদের কাছে যে শিক্ষাগত যোগ্যতা ছাড়া হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে যে কোন সরকারি স্বীকৃত প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে এবং এর পাশাপাশি কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট থাকতে হবে।
আরও পড়ুন >>
- আজ থেকেই শুরু হয়ে গেলো জল দপ্তরে নিয়োগ প্রক্রিয়া
- প্রকাশিত হয়ে গেলো rrb ntpc (আন্ডার গ্র্যাজুয়েট ) পরীক্ষার তারিখ
- বাংলার সহায়তা কেন্দ্রে ডেটা এন্ট্রি অপারেটর ২৯২২ টি পদের জন্য আবেদন করুন
বয়স সীমা
ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে হলে প্রার্থীর বয়স অবশ্যই থাকতে হবে (০১\০৬\২০২৫ ) তারিখের নিরিখে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ 35 বছরের মধ্যে।
Food Depertment Recritment 2025 : নিয়োগ পক্রিয়া
১ . আবেদন বাছাই: প্রথমে আবেদন বাছাই করা হবে এবং প্রতিটি জেলা থেকে প্রতি একটি পদের জন্য ১০ জন করে ডাকা হবে এরপর মাধ্যমিক উচ্চমাধ্যমিক ও গ্রাজুয়েশন নম্বর দেখে বাছাই করা হবে প্রার্থীকে। যেখানে- মাধ্যমিকে ৩০ নম্বর , উচ্চমাধ্যমিকে ৩০ নম্বর , গ্রাজুয়েশনে ৪০ নম্বর।
সর্বমোট– ১০০ নম্বর থাকতে হবে ।
২. টাইপিং টেস্ট: বাছাই হওয়া সিলেক্টেড প্রার্থীদের টাইপিং পরীক্ষা দিতে হবে পরীক্ষা হবে নিজের জেলায় সদর দপ্তরে টাইপ টেস্টের পরে প্রতি একটি পদে তিনজন প্রার্থীকে পরের স্টেপের জন্য ডাকা হবে
৩. এক্সেল পরীক্ষা ও ইন্টারভিউ: এই পর্বে ও পর্বে হবে রাজ্যের সদর দপ্তরে, সর্বশেষ ফাইনাল তালিকা প্রকাশ হবে।
যেখানে – টাইপিং test 40 নম্বর।
এক্সেল পরীক্ষা ৫০ নম্বর।
ইন্টারভিউ ১০ নম্বর।
সর্বমোট– ১০০ নম্বর
Food Depertment Recritment 2025 : apply process
ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে হবে অনলাইন মোডেই এর জন্য এর অফিসিয়াল পোর্টালে গিয়ে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে অনলাইন আবেদনের অবশ্যই আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে নয়তো আপনাদের আবেদন গ্রাহ্য করা হইবে না।
| officcial website | Click hear |
| official notificcation | Coming Soon |
জেলা ভিত্তিক শূন্যপদ
| ক্রমিক নং | জেলা | এম.আর এলাকা | এস.আর এলাকা | মোট পদসংখ্যা |
|---|---|---|---|---|
| ১ | উত্তর দিনাজপুর | ৩ | ০ | ৩ |
| ২ | জলপাইগুড়ি | ২ | ০ | ২ |
| ৩ | আলিপুরদুয়ার | ১ | ০ | ১ |
| ৪ | পশ্চিম বর্ধমান | ১ | ১ | ২ |
| ৫ | হুগলি | ১ | ১ | ২ |
| ৬ | পূর্ব বর্ধমান | ১ | ০ | ১ |
| ৭ | উত্তর ২৪ পরগনা | ২ | ৩ | ৫ |
| ৮ | নদীয়া | ১ | ০ | ১ |
| ৯ | কলকাতা | ০ | ২ | ২ |
| ১০ | মুর্শিদাবাদ | ১ | ০ | ১ |
| ১১ | পূর্ব মেদিনীপুর | ২ | ০ | ২ |
| ১২ | দক্ষিণ ২৪ পরগনা | ৪ | ০ | ৪ |
| মোট | ১৯ | ৭ | ২৬ |

