class="wp-singular post-template-default single single-post postid-19549 single-format-standard wp-custom-logo wp-embed-responsive wp-theme-generatepress post-image-below-header post-image-aligned-center slideout-enabled slideout-mobile sticky-menu-no-transition sticky-enabled both-sticky-menu right-sidebar nav-below-header separate-containers header-aligned-left dropdown-hover featured-image-active" itemtype="https://schema.org/Blog" itemscope>

WB Asha Karmi Vacancy 2025 : মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ ; মহিলাদের জন্য সুবর্ণ সুযোগ

WB Asha Karmi Vacancy 2025 : চাকরির বাজার যখন টলোমলো তখন সেই বেকারত্বের সমস্যা থেকে মুক্তি দিতে হাওড়া জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে আশা কর্মী পদে বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। মাধ্যমিক পাশ থাকলেই এখানে মহিলারা আবেদন করতে পারবেন। ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে নিজেদের আবেদন সম্পন্ন করতে পারবে আবে মাসিক বেতন কত দেওয়া হবে ইত্যাদি সমস্ত বিষয়েই আজকের এই প্রতিবেদন দিতে প্রথম থেকে শেষ পড়বেন সমস্ত কিছু আপনারা বুঝতে পারবেন ।

WB Asha Karmi Vacancy 2025 আলচ্ছ বিষয় >>

নিয়োগ কৃত সংস্থাজেলা ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি হাওড়া
পদের নামআশা কর্মী
মোট শুন্য পদ২৫ টি
আবেদন মাধ্যমঅফলাইনে
আবেদনের শেষ তারিখ ৩১/০৭/২০২৫

বয়স সীমা ও বেতন

১। আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা ২২ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে তাহলে এই প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

২। আপনারা যারা আবেদন করবেন এবং আবেদন করার পর যদি চাকরি পেয়ে যান তাহলে আপনাদের বেতন সংস্থা কর্তৃক উল্লেখ করে দেয়া হবে এখন বিজ্ঞপ্তিতে কোন রকম বেতন নিয়ে উল্লেখ কিছু নেই

শিক্ষাগত জজ্ঞতা

যে সকল প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন বা অলরেডি করে দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে তার সঙ্গে অবশ্যই এখানে আপনাকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকতে হবে এছাড়া অন্যান্য যোগ্যতা লাগছে সেগুলো বিস্তারিত জানতে অফিশিয়াল বিজ্ঞাপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবেই দায়িত্ব সহকারে আবেদন সম্পন্ন করবেন ।

WB Asha Karmi Vacancy 2025 : নিয়োগ প্রক্রিয়া

এখানে প্রার্থীদের মাধ্যমিকের প্রাপ্ত নম্বর ভিত্তি করে যোগ্যতা যাচাই করা হবে এবং তার উপর ভিত্তিতেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এছাড়া আলাদা করে কোন রকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেয়া হবে না এগুলোর প্রয়োজনও নেই।

আরও পড়ুন

আবেদনের জন্য কি কি ডকুমেন্ট এর প্রয়োজন ?

১) বসবাসের প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ রেশন কার্ড/ আধার কার্ড/
২) মাধ্যমিকের এডমিট কার্ড/ রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ পাস সার্টিফিকেট
৩) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,
৪) অভিজ্ঞতার সার্টিফিকেট,
৫) সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ফটো,

WB Asha Karmi Vacancy 2025 : কিভাবে আবেদন করবেন ?

যে সকল ইচ্ছুক মহিলা প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদেরকে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার জন্য প্রার্থীকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তিটির আবেদন ফরম ডাউনলোড করে a4 সাইজের প্রিন্ট আউট করতে হবে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ।
সঙ্গে অবশ্যই যে যে ডকুমেন্টগুলো চেয়েছে সেগুলিকে সংযুক্ত করে নির্দিষ্ট সময় ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদনপক্ষে সম্পূর্ণ হয়ে যাবে এ ছাড়া এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার জন্য আপনারা অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখবেন বুঝবেন যাচাই করবেন তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন।

WB Asha Karmi Vacancy 2025 : Importasnt Links

অফসিয়াল ওয়েবসাইট Click Hear
অফিশিয়াল বিজ্ঞপ্তি DOWNLOAD

Leave a Comment