class="wp-singular post-template-default single single-post postid-19559 single-format-standard wp-custom-logo wp-embed-responsive wp-theme-generatepress post-image-below-header post-image-aligned-center slideout-enabled slideout-mobile sticky-menu-no-transition sticky-enabled both-sticky-menu right-sidebar nav-below-header separate-containers header-aligned-left dropdown-hover featured-image-active" itemtype="https://schema.org/Blog" itemscope>

Airport Recruitment 2025 : মাধ্যমিক পাশে এয়ারপোর্ট এ ১৪৪৬ টি শুন্যপদে কর্মী নিয়োগ

Airport Recruitment 2025 : চাকরির বাজারে বড় সুযোগ । বেকারত্বের দুঃখকে অবসান ঘটিয়ে ভারতের এয়ারপোর্টের তরফ থেকে একাধিক নতুন শূন্যপদ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে । মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই এখানে আপনারা আবেদন করতে পারবেন। যেখানে বলা হয়েছে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে মাধ্যমে নিজেদের আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদন পদ্ধতি কি রয়েছে, মাসিক বেতন কত দেয়া হবে। ইত্যাদি সমস্ত বিষয় নিয়েই আজকের এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে তাই আপনাদের উদ্দেশ্যে বলা হচ্ছে শেষ অবধি ভালো করে পড়ে বুঝে তারপরে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করবেন।

নিয়োগ সংস্থাIGI এভিয়েশন সার্ভিস
পদের নামএয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ ও লোডার
মোট শূন্যপদ১৪৪৬ টি
আবেদনের মাধ্যমঅনলাইন
আবেদনের শেষ তারিখ২১-০৯-২০২৫

বয়স সীমা ও বেতন >>>

১। যেহেতু এখানে দুটি পদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে সেক্ষেত্রে দুটি পদে আলাদা আলাদা বয়সের কথা উল্লেখ করা আছে। গ্রাউন্ড স্টাফ পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সবচেয়ে কম ১৮ বছরের এবং সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে এবং লোডার পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স কুড়ি থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে তাহলে এখানে প্রার্থীরা আবেদন করতে পারবেন।

২। উল্লেখিত পদে আপনারা যদি আবেদন করেন এবং আবেদন করার পর যদি আপনারা সিলেক্ট হয়ে চাকরি পেয়ে যান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে গ্রাউন্ড স্টাফ পদের ক্ষেত্রে ২৫০০০ হাজার টাকা থেকে ৩৫০০০ হাজার টাকা ও লোডার্স পদের ক্ষেত্রে ১৫০০০ হাজার টাকা থেকে ২৫০০০ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে বলে জানিয়েছে এই নিয়োগ সংস্থা।

Airport Recruitment 2025 শিক্ষাগত জজ্ঞতা

কিছু প্রার্থীরা এখানে যারা আবেদন করবেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে দুটি পথ থাকার কারণে দুটি পদের জন্য দুটি আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়ছে এবং তার নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

১। লোডার – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক পাশ যোগ করা থাকতে হবে এছাড়া এখানে কেবলমাত্র শুধু পুরুষ চাকরি প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

২। এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ – এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের কে অতি অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবেন বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে নিজের দায়িত্বে চাকরিটির জন্য আবেদন করুন।

Selection Process of Airport Recruitment 2025

  • লিখিত পরিক্ষা
  • Interview

আরও পড়ুন >>>

প্রয়োজনীয় ডকুমেন্টস

  1. স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড/ আধার কার্ড
  2. উচ্চ মাধ্যমিক এডমিট কার্ড/ রেজিস্ট্রেশন সার্টিফিকেট/ পাসপোর্ট সার্টিফিকেট
  3. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  4. এক্সট্রা অভিজ্ঞতার সার্টিফিকেট
  5. সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ফটো

Airport Recruitment 2025 কিভাবে আবেদন করবেন ?

  • চাকরিপ্রার্থীকে আবেদন করতে হলে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে।
  • সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
  • নির্ভুল ভাবে সম্পূর্ণ ফরম ফিলাপ করতে হবে
  • যা যা ডকুমেন্ট স চেয়েছে সেগুলিকে নির্দিষ্ট সাইজ মত আপলোড করতে হবে।
  • সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
  • আরো ভালোভাবে দেখার জন্য অবশ্যই সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে সেটিকে সম্পূর্ণ ভালোভাবে দেখে বুঝে তারপর নিজের দায়িত্বে আবেদন করবেন।

Important link of Airport Recruitment 2025

অফিশিয়াল ওয়েবসাইট Click Hear
অফিশিয়াল বিজ্ঞপ্তি Download

Leave a Comment