class="wp-singular post-template-default single single-post postid-19592 single-format-standard wp-custom-logo wp-embed-responsive wp-theme-generatepress post-image-below-header post-image-aligned-center slideout-enabled slideout-mobile sticky-menu-no-transition sticky-enabled both-sticky-menu right-sidebar nav-below-header separate-containers header-aligned-left dropdown-hover featured-image-active" itemtype="https://schema.org/Blog" itemscope>

Post Office Saving Plan 2025: স্বল্প মূল্যে নিশ্চিত ভবিষ্যৎ ! বাড়িতে বসেই প্রতি মাসে মিলবে 20 হাজার টাকা

Post Office Saving Plan 2025 : এই পোস্ট অফিস কিমের অধীনে আপনি যদি একজন প্রবীর নাগরিক হন এবং এককালীন অর্থ বিনিয়োগ করতে ইচ্ছুক থাকেন তাহলে প্রতি মাসে ঘরে বসে আপনি 20,000 /– হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন।

দারিদ্র সীমার নিচে যারা রয়েছে সেই সমস্ত মানুষের কাছে ব্যাংকের পাশাপাশি পোস্ট অফিস ও একটি বিনিয়োগের অত্যন্ত জনপ্রিয় মাধ্যম । পোস্ট অফিসে একাধিক ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প রয়েছে যেখানে খুব ভালো পরিমাণের সুদও পাওয়া সম্ভব সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল – এখানে আপনার টাকা নিরাপদ থাকবে কোন রকম সমস্যার কোন কারণ নেই আপনি চাইলেই Post Office Saving Plan 2025 এখানে অনায়াসে টাকা জমা করতে পারবেন। পাশাপাশি মিলবে সেই জমা করা মূল্যের ওপর নিশ্চিত সুদের হার । এরকম Post Office Saving Plan 2025 একটি জনপ্রিয় স্কিম হচ্ছে পোস্ট অফিসের “সিনিয়র সিটিজেন স্কিম “। এটি মূলত ৬০ বছরের বেশি বয়স্কদের জন্য তৈরি করা হয়েছে। যারা অবসর জীবনেও নিশ্চিত আয়ের একটি উৎস খুঁজছেন এবং তাদের অবসর জীবনটা খুব ভালোভাবে কাটাতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা পোস্ট অফিস অনুমোদিত এই scheme টিতে ব্যাংকের মাধ্যমে বিনিয়োগ করতে পারেন ।

আরও পড়ুন >>>

Post Office Saving Plan 2025 : এই scheme এর আলোচ্ছ বিষয় >>>

পোস্ট অফিসের এই স্কিমটিতে মূলত ৬০ বছরের ঊর্ধ্বের নাগরিকরা অথবা যে সমস্ত নাগরিক ভিআরএস নেওয়া ৫৫ থেকে ৬০ বছরের মধ্যে থাকা ব্যক্তি এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন।
সর্বাধিক 30 লক্ষ টাকা পর্যন্ত আপনি এই স্কিম এ জমা করতে পারবেন এখানে পাঁচ বছরের জন্য টাকা জমা রাখতে হয়। তবে আরও তিন বছরের জন্য এটি কি বৃদ্ধি করা যেতে পারে, প্রতি তিন মাস অন্তর সুদের হাড় ঘোষণা করা হবে। জুলাই থেকে সেপ্টেম্বর 2025 এই স্কিমে ৮.২% সুদ পাওয়া যাচ্ছে।

এই স্কিম এ বিনিয়োগ এর কিছু সুবিধা>>>

এই স্কিমটিতে বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে বড় সুখবর হলো আয়করের ধারা 80G অনুযায়ী ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যাবে। এই স্কিমের অধীনে আপনি যদি একজন প্রবীণ নাগরিক হন এবং এককালীন অর্থ বিনিয়োগ করেন তাহলে প্রতি মাসে আপনি সর্বোচ্চ 20,000 হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন।

আপনি যদি সিনিয়র সিটিজেন এই সেভিংস স্কিমে 30 লক্ষ টাকা বিনিয়োগ করেন তবে বছরে প্রায় ২,৪৬,০০০/- হাজার টাকা সুদ পাবেন অর্থাৎ যদি এই টাকাকে মাসিক ভিত্তিতে হিসাব করা হয় তাহলে আপনি প্রতি মাসে প্রায় ২০,৫০০/– টাকা আয় করতে পারবেন অর্থাৎ মাসিক প্রায় ২০০০০/- টাকা আপনি বাড়িতে বসেই উপার্জন করতে পারছেন।

Official Link Click Hear

Leave a Comment