class="wp-singular post-template-default single single-post postid-19608 single-format-standard wp-custom-logo wp-embed-responsive wp-theme-generatepress post-image-below-header post-image-aligned-center slideout-enabled slideout-mobile sticky-menu-no-transition sticky-enabled both-sticky-menu right-sidebar nav-below-header separate-containers header-aligned-left dropdown-hover featured-image-active" itemtype="https://schema.org/Blog" itemscope>

Madhyamik Age Limit : মধ্যশিক্ষা পর্ষদ 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের বয়সসীমা নিয়ে কি ঘোষণা করলেন

Madhyamik Age Limit : পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBSSE) 2027 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য পরীক্ষার মানদণ্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে 14 জুলাই ২০২৫ তারিখের প্রকাশিত এই সার্কুলারের অনুসারে পর্ষদের সভাপতির হাতে এই Madhyamik Age Limit নতুন নিয়মাবলী সমস্ত মাধ্যমিক বিদ্যালয়ে প্রধানদের কাছে পৌঁছে দেয়া হয়েছে. এই নির্দেশিকাটি রাজ্যের শিক্ষা সংক্রান্ত সরকারি আদেশের উপর ভিত্তিকও তৈরি করা হয়েছে । এই ঘোষণাটি আগামী দিনের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ কারণ এর উপর ভিত্তি করে পরীক্ষার প্রক্রিয়া সম্পন্ন হবে। তাই আপনারা আমাদের এই উপস্থাপন টি অনুগ্রহ করে দেখবেন।

বয়স সীমার বিস্তারিত তথ্য

Madhyamik Age Limit : এই বিজ্ঞপ্তিতে ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা করার জন্য ছাত্রীদের ভরসাকে নির্দিষ্ট সীমার নির্ধারণ করা হয়েছে তাদের প্রধান শর্ত গুলি হল-

  • যোগ্য পরীক্ষার্থীদের বয়সের শর্ত : যে সমস্ত পরীক্ষার্থীদের জন্মতারিখ ৩১ শে অক্টোবর ২০১২ বা তার আগে শুধুমাত্র তারাই ২০১৭ সালের মাধ্যমিক পরীক্ষায় বসার যোগ্য বলে বিবেচিত হবে।
  • অযোগ্যতার শর্ত : যদি কোন ছাত্র বা ছাত্রী জন্ম তারিখ ৩১ শে অক্টোবর ২০১২ এর পরে হয় তবে তারা এই পরীক্ষায় বসতে পারবে না অর্থাৎ তারা অযোগ্য বলে বিবেচিত হবে।

Read More >>>>

মধ্যশিক্ষা পর্ষদের অর্ডার সমূহ

রাজ্য সরকারের পুরনো দুটি আদেশের ভিত্তিতে- Order No. 380-Edn (P) – তারিখ:- 31 সে জুলাই, ১৯৯১।
Order No. 1330- S.E(S) /88-11/05 – তারিখ: 28 সে অক্টোবর, 2005 ।

Madhyamik Age Limit : স্কুল ও ছাত্র-ছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশাবলী

  • নাম পাঠানোর নিষেধাজ্ঞা: স্কুলগুলিকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে যে সমস্ত ছাত্রদের জন্ম তারিখ নির্ধারিত তারিখের পরে তাদের নাম যেন পর্ষদের কাছে না পাঠানো হয় এতে পর্ষদ তাদেরকে সিলেক্ট করবেই না।
  • রেজিস্ট্রেশন সার্টিফিকেট: পর্ষদ আরো জানিয়েছে যে যদি কোন অযোগ্য ছাতিয়তির নাম পাঠানো হয় তবে তাদের জন্য কোন রেজিস্ট্রেশন সার্টিফিকেট তৈরি করা হবে না এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ কারণ ছাত্র-ছাত্রী সার্টিফিকেট ছাড়া কোন রকম পরীক্ষায় বসতেই পারবে না।

অভিভাবকদের উদ্দেশ্যে পরামর্শ

মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে বিশেষভাবে অভিভাবকদের জানানো হয়েছে যে তারা যেন সন্তানদের জন্ম তারিখ সংক্রান্ত নথি যাচাই করে নেন এবং নিশ্চিত হন যে তাদের সন্তান ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার জন্য যোগ্য স্কুলের সাথে নিয়মিত যোগাযোগ রাখার পর্ষদের নির্দেশাবলী সম্পর্কে সচেতন থাকা আবশ্যক এই নিয়মের ফলে ছাত্রীদের শিক্ষাবর্ষ এবং পরীক্ষার প্রস্তুতি সঠিক সময়ে শুরু করা সম্ভব হবে

গুরুত্তপূর্ণ Link

Official Website www.wbbse.gov.in
Notification Download PDF

Leave a Comment