class="wp-singular post-template-default single single-post postid-19742 single-format-standard wp-custom-logo wp-embed-responsive wp-theme-generatepress post-image-below-header post-image-aligned-center slideout-enabled slideout-mobile sticky-menu-no-transition sticky-enabled both-sticky-menu right-sidebar nav-below-header separate-containers header-aligned-left dropdown-hover featured-image-active" itemtype="https://schema.org/Blog" itemscope>

MPBSE Supplementary Result 2025 Declared: এখনই দেখে নিন মধ্যপ্রদেশ বোর্ডের সাপ্লিমেন্টারি রেজাল্ট

MPBSE Supplementary Result 2025 Declared : মধ্যপ্রদেশ বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (MPBSE) অবশেষে সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত এনে দিলো। ২০২৫ সালের মাধ্যমিক (ক্লাস ১০) ও উচ্চমাধ্যমিক (ক্লাস ১২) পরীক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি বা দ্বিতীয় মূল পরীক্ষার ফলাফল এখন অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। যাঁরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিয়েছিলেন, তাঁরা এখন ঘরে বসেই রোল নাম্বার ও অ্যাপ্লিকেশন নাম্বার ব্যবহার করে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন।

MPBSE Supplementary Result 2025 Declared : মোবাইল APP এর সাহাজ্যে দেখতে পারবে রেজাল্ট

আজ, ২৫ জুলাই সন্ধ্যার পর থেকে mpbse.mponline.gov.in ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাচ্ছে। শুধুমাত্র ওয়েবসাইট নয়, যারা দ্রুত ফলাফল পেতে চান, তারা এসএমএস, ডিজিলকার অ্যাপ, MPBSE মোবাইল অ্যাপ এবং MP Mobile App থেকেও ফলাফল জানতে পারবেন। তাই আর দেরি না করে রোল নাম্বার প্রস্তুত রাখুন এবং নিজের স্বপ্নপূরণের পথে এক ধাপ এগিয়ে যান।

এবারের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফলাফল বহু শিক্ষার্থীর জন্য ছিল “লাস্ট চান্স” — যারা প্রধান পরীক্ষায় সফল হতে পারেননি, তাঁদের জন্য এটি ছিল জীবনের একটা বড় মোড় ঘোরানোর সুযোগ। এখন সেই ফল প্রকাশিত হওয়ায় অনেক পরিবারে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে।

এছাড়া MPBSE Supplementary Result 2025 Declared : রেজাল্ট কিভাবে Check করবে

ফলাফল দেখা এবং মার্কশিট ডাউনলোড করার জন্য mpbse.mponline.gov.in ওয়েবসাইটে গিয়ে ‘Supplementary Examination Result‘ লিঙ্কে ক্লিক করে রোল নাম্বার ও অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে। এরপর স্ক্রিনে আপনার রেজাল্ট এবং মার্কশিট প্রদর্শিত হবে, যেটি আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন।

অন্যদিকে যারা স্মার্টফোন ব্যবহার করছেন, তাঁরা চাইলে DigiLocker বা MPBSE-র অফিশিয়াল অ্যাপ থেকেও সহজেই ফলাফল দেখতে পারবেন। ডিজিটাল ইন্ডিয়ার এই যুগে এত সহজে রেজাল্ট পাওয়া নিঃসন্দেহে একটি বড় স্বস্তির ব্যাপার।

এই সাফল্য শুধুই পরীক্ষার্থীদের নয়, তাঁদের অভিভাবকদের, শিক্ষকদের এবং পুরো সমাজের। অনেকেই হয়তো দ্বিতীয় সুযোগে জীবনের নতুন লক্ষ্য স্থির করতে পারবে, আবার কেউ কেউ হয়তো এই MPBSE Supplementary Result 2025 Declared ; সুযোগে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে পাবে।

ডিসক্লেইমার:

এই প্রতিবেদন শুধুমাত্র শিক্ষামূলক তথ্য প্রদানের জন্য লেখা হয়েছে। সঠিক ও সম্পূর্ণ ফলাফল জানার জন্য MPBSE-র অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। শুভকামনা সকল পরীক্ষার্থীদের জন্য — তোমাদের পরিশ্রম সফল হোক ।

Leave a Comment