WBSSC 2nd SLST Recruitment 2025: শুরু হয়ে গেল WBSSC 2025 সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ;

WBSSC 2nd SLST Recruitment 2025:পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন WBSSC সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে সরকারি সাহায্যপ্রাপ্ত \স্পন্সরকৃত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গুলিতে নবম – দশম এবং একাদশ – দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের জন্য দ্বিতীয় রাজ্য স্তরে নির্বাচন পরীক্ষা (SLST) ২০২৫ তাদের নোটিফিকেশন ঘোষণা করেছে।

পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের জন্য দ্বিতীয় রাজ্য স্তরে নির্বাচন পরীক্ষা ঘোষণা করেছে এই পরীক্ষার লক্ষ্য হলো নবম ও দশম শ্রেণীর এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য 35726 জন সরকারি শিক্ষক নিয়োগ করা ২০২৫ সালের নিবন্ধন প্রক্রিয়া এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে www. westbengalssc.com ওয়েবসাইটের মাধ্যমে ।

আবেদনের শেষ তারিখ ১৪ই জুলাই ২০২৫ বিকাল পাঁচটা আগ্রহী প্রার্থীদের বিস্তারিত জানতে ডাবলুবিএসএসসি এসএলএসটি বিজ্ঞপ্তি ২০২৫ নোটিফিকেশনটি সম্পূর্ণ পর্যালোচনা করে দেখা উচিত এবং বিলম্ব না করে অবিলম্বে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করা উচিত ।

WBSSC 2nd SLST Recruitment 2025: Summary

Boardওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমমিশন (WBSSC)
SLST পুরো নামস্টেট লাভেল selection টেস্ট
পদ (post )Ashistant Teacher
শূন্যপদ (vacancys )35,726
school categorysecondary & higher secondery
আবেদন প্রক্রিয়াOnline
আবেদন এর তারিখ16 th জুন থেকে 14 th জুলায়
selection processwriten exame – interview
job locationWest bengal
অফিসিয়াল ওয়েবসাইটwww.westbengalssc.com

WBSSC 2nd SLST Recruitment 2025: আবেদনের পদ্ধতি

official website www.westbengalssc.com
PDF notificationDownload

WBSSC 2nd SLST Recruitment 2025: Importent Dates

Event Dates
Notification reliesd date30 th may 2025
আবেদন শুরুর তারিখ16 th জুন 2025
আবেদনের শেষ তারিখ14 th জুলায় 2025 ( 5 p.m )
aplication reciept কাটার শেষ তারিখ14 th জুলায় 2025
পরীক্ষার তারিখসেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ 2025
রেজাল্ট তারিখঅক্টোবর এর শেষ সপ্তাহ 2025
interviewনভেম্বর এর তৃতীয় সপ্তাহ 2025
pannel publisd date24 th নভেম্বর 2025

WBSSC 2nd SLST Recruitment 2025: lavel of vacancies

LAVELVACANCIES
মাধ্যমিক স্তর 23,212
উচ্চমাধ্যমিক স্তর 12,514
TOTAL35,726
আরও পড়ুন:- ১ . আজ থেকেই শুরু হয়ে গেলো SSC (CHSL) এর আবেদন প্রক্রিয়া
২ . SSC (CGL) এ ১৪,৫৮২ শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হলো

শিক্ষাগত যজ্ঞতা – (CLSS ix -x )

CriteriaDetails
EducationGraduate/Post Graduate with 50% + B.Ed OR 4-Year B.A.Ed/B.Sc.Ed

class – (xi – xii )

CriteriaDetails
EducationPost Graduate with 50% + B.Ed OR B.A.Ed/B.Sc.Ed

Age limit

21–40 years as on 01.01.2025 (Relaxations: SC/ST – 5 yrs, OBC – 3 yrs, PH – 8 yrs)

Leave a Comment