WBSSC 2nd SLST Recruitment 2025:পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন WBSSC সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে সরকারি সাহায্যপ্রাপ্ত \স্পন্সরকৃত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গুলিতে নবম – দশম এবং একাদশ – দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের জন্য দ্বিতীয় রাজ্য স্তরে নির্বাচন পরীক্ষা (SLST) ২০২৫ তাদের নোটিফিকেশন ঘোষণা করেছে।
পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশন আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের জন্য দ্বিতীয় রাজ্য স্তরে নির্বাচন পরীক্ষা ঘোষণা করেছে এই পরীক্ষার লক্ষ্য হলো নবম ও দশম শ্রেণীর এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য 35726 জন সরকারি শিক্ষক নিয়োগ করা ২০২৫ সালের নিবন্ধন প্রক্রিয়া এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে www. westbengalssc.com ওয়েবসাইটের মাধ্যমে ।
আবেদনের শেষ তারিখ ১৪ই জুলাই ২০২৫ বিকাল পাঁচটা আগ্রহী প্রার্থীদের বিস্তারিত জানতে ডাবলুবিএসএসসি এসএলএসটি বিজ্ঞপ্তি ২০২৫ নোটিফিকেশনটি সম্পূর্ণ পর্যালোচনা করে দেখা উচিত এবং বিলম্ব না করে অবিলম্বে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করা উচিত ।